চাঁদপুর ফরিদগঞ্জে স্বপ্না আক্তার (৩৫) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের রুদ্রগাঁও গ্রামের চৌকিদার বাড়ি থেকে গৃহবধূ স্বপ্না আক্তার তার ৩ বছরের ছেলে সিফাতকে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর কোনো হদিস মেলেনি।
প্রবাসী স্বামী মোঃ সফিউল্যাহর পিতা আব্দুল লতিফ জানান, ২০০৪ সালে গৃদকালিন্দিয়া এলাকার আব্দুল মতিনের মেয়ে স্বপ্না আক্তারের সাথে তার ছেলের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি পুত্রসন্তান জন্ম নেয়।
মঙ্গলবার সকালে ছেলের বৌ নাতিকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে এ ব্যাপারে ৬ ফেব্রুয়ারি তিনি ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
স্টাফ করেসপন্ডেট
৮ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur