চাঁদপুর পুরাণবাজারে আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে এবং প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
বিদ্যালয়ের বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা অনিমা সেন চৌধুরী।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লবের প্রানবন্ত সঞ্চালনায় দুুই পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রহমান দোলন, পৌর শিক্ষা কমিটির আহ্বায়িকা ও মহিলা কাউন্সিলর আয়শা রহামান, মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নকিবুব ইসলাম চৌধুরী, পৌরসভার প্রশাসনিক কর্মকতা মফিজ উদ্দিন হাওলাদার, কোষাদক্ষ মো. মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য বাহার হায়দার চৌধুরী, পৌরসভার হিসাব রক্ষক আবুল হাশেম, জেলা ছাত্রীলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান সেতু, সহকারি শিক্ষিকা আফরোজা খানম, পশ্চিম বিষ্ণুদি পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা পারভিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আবুল হোসেনসহ বিদ্যালয়ে অন্যান্য সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
প্রতিবেদক:আশিক বিন রহিম
০৬ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur