চাঁদপুর কচুয়ার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থী ও দায়িত্ব অবহেলার দায়ে ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার(০৫ ফেব্রুয়ারি)এসএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার তাদের বহিষ্কার করেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন, খাজুরিয়া-লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের মোঃ শাহপরান (৫৮২৫৯২),মেহেদী হাসান (৫৮২৫৯৪) ও নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের শাকিব হোসেন (৫৮২৫৪৭)।
বহিষ্কৃত শিক্ষকরা হচ্ছেন- জগতপুর উচ্চ বিদ্যালয়ের ভোলানাথ ও চাঁপাতলী সিনিয়র ফাজিল মাদ্রাসার মোঃ আব্দুল লতিফ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
০৫ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur