কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েন আরো এক আরোহী।
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার আলেখচর বিশ্বরোড এলাকায় লং টেইলরের পিছনে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো. মোজ্জাম্মেল হক (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বেলানগর গ্রামের বাসিন্দা।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট সানোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লং টেইলরের পিছনে দ্রুতগতিতে এসে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে এক আরোহী নিহত হয়।
এঘটনায় আহত হয় মো. শাহিন আহম্মেদ নামে আরও এক আরোহী। সে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য বলে জানা গেছে।
তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
২৯ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur