চাঁদপুর হাজীগঞ্জে মাদক বিরোধী পৃথক অভিযানে ৩ জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন সহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবদুর রশিদের নেতৃত্বে এসআই (নিঃ)/ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্স’সহ হাজীগঞ্জ থানাধীন পৌরসভা ৪নং ওয়ার্ড মন্টু মিয়ার দোকানের সামনে গাজী বাড়ী পাকা রাস্তার উপর মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন:মোঃ রাশেদুল ইসলাম,পিতা-মোঃ রফিকুল ইসলাম,মোঃ তানবির কাউছার,পিতা-বিল্লাল হোসেন উভয়ের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর অভিযানে এসআই/ফারুক আহাম্মদ এর নেতৃত্বে হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ সাকিনস্থ হাজীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড মাদক বিরোধী অভিযানে একজনকে আটক করা হয়েছে।
আটক: মকবুল হোসেন, পিতা-মৃত চাঁন মিয়া। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
উভয়দের চাঁদপুর ধৃত করিয়া থানায় নিয়মিত মামলা করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
২৭ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur