চাঁদপুর মতলব দক্ষিণে নারায়নপুর শাহেব বাজারে জনতার হাতে প্রেমিক-প্রেমিকা আটকের ঘটনায় দিনভর চলে বহু নাটক। অবশেষে জনতার চাপে পড়ে ছেলের বিয়েতে রাজি হন পিতা ওই বাজারের তৈল ব্যবসায়ী হারুন।
মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীর নিজ বাড়িতে তাদের আটক করা হয়।
সরেজমিনে জানা যায়, নারায়নপুর শাহেব বাজারের তৈল ব্যবসায়ী হারুনের ছেলে জিসানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নারায়নপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সাথে। সেই থেকে জিসান প্রায়ই তার প্রেমিকাকে নিয়ে পরিবারের অগোচরে একান্তে সময় কাটাতো।
আর এই বিষয়টি স্থানীয় জনতার কাছে দৃষ্টিকটু হলে তারা ঘটনার দিন দুপুরে প্রেমিক-প্রেমিকাকে একটি কক্ষ থেকে আটক করে।
আটকের ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে শত শত উৎসুক লোক ভীড় করে। এদিকে ছেলে আটকের ঘটনায় তার পিতা হারুন কৌশলে ওই মেয়েকে সড়িয়ে দিতে চায়। কিন্তু জনতার বাধার কারণে তা সম্ভব হয়নি।
পরে জনতার ভীড় আরো বাড়তে থাকলে মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
একপর্যায়ে প্রেমিক-প্রেমিকার আটকের ঘটনায় নারায়নপুর বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, খাদেরগাঁও ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিশিষ্টজনরা উভয় পরিবারের সাথে আলোচনা করে বিয়ে ৫ লক্ষ টাকা দের মোহর ধার্য করে বিয়ের সিদ্ধান্ত হয়।
স্টাফ করেসপন্ডেট
২৪ জানুয়ারি,২০১৯