চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪শ’২০ পিচ ইয়াবাসহ লিটন নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে।
মঙ্গলবার রাত দশটার সময় বড়স্টেশন ফ্লাটফর্মের পূর্ব পাশ থেকে তাকে আটক করে রেলওয়ে থানার এএসআই মনির ও সঙ্গীয় ফোর্স।
আটক লিটন পটুয়াখালী বাউফল থানার কালাইয়া গ্রামের নজির আহমেদের ছেলে।
এএসআই মনির ও রাশেদ জানান, আটক লিটন আহমেদ চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে বহন করে মেঘনা এক্সপ্রেস ট্রেনে চাঁদপুর আসে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
২৪ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur