চাঁদপুরের কচুয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার বিকেলে কচুয়া আওয়ামী দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মাহবুবে রাব্বানী মানিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন শিশিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নব- নির্বাচিত কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরীফ আহমেদ মিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীব মজুমদার জয়। বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, মোঃ যোবায়ের হোসেন তালুকদার, বোরহান উদ্দিন বিপ্লব, সুমন সিকদার, ইয়াছিন স¤্রাট, সালাউদ্দিন সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল খায়ের রুমি, সাহাদাত হোসেন, জসিম উদ্দিন, আনিসুর রহমান স্বপন, শরিফুল ইসলাম রানা, মাহমুদুল হাসান রবিন, মহসিন সিকদার ও শাকিল মুন্সি প্রমুখ।
এসময় ছাত্রলীগ নেতা শাহপরান, সাইফুল ইসলাম, রিমু, আরিফা মোশারেফ, সাহাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা হয়। এছাড়া উপজেলার সাচার, পালাখাল, রহিমানগরসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগেরপ্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
।। আপডেট : ১১:০২ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur