Home / চাঁদপুর / চাঁদপুরে মুক্তিযোদ্ধা ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
muktijodda

চাঁদপুরে মুক্তিযোদ্ধা ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরে মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ঢালী এবং তাহার পরিবারের উপর হামলা, ঘর বাড়ি ভাংচুরের প্রতিবাদে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে জেলা সংসদ ভবনের সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে প্রায় ঘন্টাব্যাপি এ মাবনবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মুক্তিযোদ্ধা সালাউল্লা মিয়ার পরিচালনায় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা, সাধন সরকার, রুহি পদ সাহা, ইউনুছ মিয়া, আটব্দুল হান্নান মিজি প্রমুখ।

মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ঢালীর পরিবারের পক্ষে তার ছেলে আহসান উল্লাহা বলেন,‘আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন। অথচ আজকে স্বাধীন দেশে আমার বাবা সন্ত্রাসী হামলা শিকা হয়েছেন। তিনি আজ ১৯দিন পঙ্গু হাসপাতালের বেডে পড়ে আছেন। আমরা সরকারের কাছে দাবী করছি আমার বাবার মতো আর কোন বীর মক্তিযোদ্ধা এভাবে হামলার শিকার না হয়।’

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সকালে খলিশা ডুলিতে সকাল ৭টায় মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ঢালীর সন্ত্রীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে।

প্রতিবেদক:আশিক বিন রহিম
২৩ জানুয়ারি,২০১৯

Leave a Reply