চাঁদপুরে মেঘনায় অভিযান চালিয়ে পৃথক দু’টি যাত্রীবাহী লঞ্চে ৫’শ কেজি জাটকা জব্দ করেছে গোস্টগার্ড।
মঙ্গলবার(২২ জানুয়ারি) ভোরে শহরে মেঘনার নদীর মোলহেড এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী এমভি রাসেল এবং এমভি তকী নামের দুটি পৃথক যাত্রীবাহী লঞ্চে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে জাটকা জব্দ করা গেলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
গোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার মোহাম্মদ এনায়েত জানান, জাটকার এসব চালান বেশকিছু ড্রামেভরে দেশের দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এতে প্রায় ৫ শ কেজি জাটকা ছিল। লঞ্চ দুটি চাঁদপুর বড়স্টেশন এলাকার মোলহেড অতিক্রম করার সময় সেখানে কোস্টগার্ড অভিযান চালায়। তবে জাটকা জব্দ করা গেলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
দুপুরে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাহমুদ আল জামান এবং জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর উপস্থিতিতে এসব জাটকা চাঁদপুরের বিভিন্ন এতিমখানার বিতরণ করা হয়।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
২২ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur