Home / চাঁদপুর / চাঁদপুর শহরে মাদক বিরোধী অভিযানে আটক ১০
Arrest
প্রতীকী ছবি

চাঁদপুর শহরে মাদক বিরোধী অভিযানে আটক ১০

চাঁদপুর শহরে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রোববার বিকেল থেকে রাত পযর্ন্ত শহরের নতনবাজার,বিপনীবাগ,নাজির পাড়া এলাকাসহ কয়েকটি পাড়ায় মাদক বিরোধী অভিযান চালায় চাঁদপুর মডেল থানা পুলিশ।

এ সময় পুলিশ এসব এলাকা থেকে মাদকের সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেন।

অভিযানে নেতৃত্ব দেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.নাসিম উদ্দিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

অভিযানের সময় ওসি নাসিম উদ্দিন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,‘মাদক নিমূল করতে হলে অভিভাবকদেরকেই দায়িত্ব নিতে হবে।তারা তাদের সন্তানদের তদারকিতে থাকলে তারা আর বিপদে পড়বে না। আমরা আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি আপনারা সচেতন হবেন। আর না হলে আমরা জড়িত ও প্রশ্রয়দানকারী সকলকেই আইনের আওতায় আনবো।’

স্টাফ করেসপন্ডেট
২২ জানুয়ারি,২০১৯

Leave a Reply