চাঁদপুরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাঈনুদ্দিন বেপারীকে আটক করা হয়েছে। সোমবার(২১ জানুয়ারি) দুপুরের দিকে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দীয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন চাঁদপুর মডেল থানা পুলিশ।
আটককৃত মাঈনুদ্দিন ওই বাড়ির মৃত হাবিবুল্লাহর ছেলে।
চাঁদপুর মডেল থানার এএসআই মোঃ হোসেন মিয়া ও এ এস আই এনায়েত হোসেন জানান, মাঈনুদ্দিন বিরুদ্ধে ৩০২/২০১/৩৪ ধারায় কয়েক বছর পূর্বে চাঁদপুর আদালতে একটি হত্যা মামলা করা হয়। মামলা নং জি আর ২৪৪/০৭।
এরই প্রক্ষিতে চাঁদপুর আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে চাঁদপুর মডেল থানায় চিঠি প্রেরন করা হয়।দুপুরে তারা গোপন সংবাদ পেয়ে মাঈনুদ্দিনকে তার নিজ গৃহ থেকে আটক করেন।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
২১ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur