সাভারে পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলার প্রধান আসামি রিপনের (৩৯) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় ‘আমি ধর্ষণ মামলার মূলহোতা’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে সাভারের খাগান এলাকার আমিন মডেল টাউনের ভেতরের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গত ৫ জানুয়ারি সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হন। এর একদিন পর ওই নারী মারা যান। পরে ওই নারীর বাবা মামলা দায়ের করেন।
নিহত রিপন ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার লতিফের ছেলে। তিনিও পোশাক শ্রমিক। থাকতেন আশুলিয়ায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের খাগান এলাকার আমিন মডেল টাউনের ভেতরে একটি মাঠে মরেদহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি সাভার মডেল থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ সময় তার গলায় ঝুলিয়ে রাখা একটি কাগজে ‘আমি ধর্ষণ মামলার মূলহোতা’ লেখা ছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। (জাগো নিউজ)
বার্তা কক্ষ
১৮ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur