চাঁদপুর মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে মকবুল বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে গত ১৫ জানুয়ারি আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ি মতলব উত্তর উপজেলার উত্তর দশানী গ্রামে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মকবুল বেপারীকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করেছে।
এ ব্যাপারে মতলব উত্তর থানায় একটি মামলা হয়েছে।
অপর ঘটনায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছেন।
গত ১৪ জানুয়ারি থানার এসআই মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি উপজেলার পালপাড়া গ্রামের মোঃ আরিফ হোসেন ও মতলব পৌরসভার চরমুকুন্দি গ্রামের মোঃ জয়নাল আবেদীন জুয়েলকে ইয়াবাসহ আটক করেছে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
১৬ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur