গত মঙ্গলবার সকালে (১৫ই জানুয়ারি) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকায় অবস্থিত সিটি মেডিকেল কলেজের ২০১৮-২০১৯ইং শিক্ষবর্ষের শিক্ষাথীদের নবীনবরন ও পরিচিতি সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করা এবং সুনাগরিক ও দক্ষ চিকিৎসক হিসেবে মানবতার সেবায় আতœনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেঃ জেনাঃ অধ্যাপক ইউনুস আলী মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ রিফায়েত উল্লাহ শরীফ, উপাধক্ষ্য অধ্যাপক ডা. জেসমিন আক্তার, হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনাঃ ডা. মুহাম্মদ মাসউদ হুসাইন (অবঃ), ব্রিগেঃ জেনাঃ (অবঃ) অধ্যাপক ডা. মোঃ মোসাররফ হোসেন, বিভাগীয় প্রধান ফিজিওলজী বিভাগ এবং চিকিৎসক, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা -কর্মাচারীবৃন্দ।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১৬ জানুয়য়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur