চাঁদপুর মতলব দক্ষিণে ধনপর্দ্দি গ্রামে শাশুড়ির সাথে অভিমান করেে এক সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিনের স্ত্রী লিপি বেগম রোববার সকালে বৃদ্ধা শাশুড়ির সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করেন।
ঝগড়ার এক পর্যায়ে গৃহবধূ ঘরে থাকা ইঁদুর নিধনের বিষাক্ত ঔষধ খেয়ে পেলেন। তাৎক্ষণিক তার বড় ঝা ও ভাসুরের ছেলে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ভর্তির পর ৪র্থ তলার নারী ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর জানতে পেরে গৃহবধূর সাথে আসা তার ঝা ও ভাসুর ছেলেসহ অন্যান্যরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
পরে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
করেসপন্ডেট
১৪ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur