Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ‘আলোর ফেরিওয়ালার’ যাত্রা শুরু
electricity

ফরিদগঞ্জে ‘আলোর ফেরিওয়ালার’ যাত্রা শুরু

মিটারের জন্যে তাৎক্ষণিক টাকা জমা দিয়ে ৫ মিনিটের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার লক্ষ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীন ফরিদগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে ‘আলোর ফেরিওয়ালা’ নামে বিশেষ সার্ভিসের যাত্রা শুরু হয়েছে।

রোববার সকালে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস থেকে এর কার্যক্রম শুরু করেন ফরিদগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) মুসলেহ উদ্দিন।

উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার এএফএম মাহমুদুল হাসান ফারুক, মনিরুল ইসলাম, ইসি ছোট্ট রাম সাহা, ওয়ারিং ইন্সপেক্টর আজমুল হোসেন প্রমুখ। প্রথম দিনে অর্ধ শতাধিক মিটার স্থাপন করা হয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) মুসলেহ উদ্দিন জানান, ফরিদগঞ্জ উপজেলা ইতোমধ্যেই ৯০ ভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। এখনো যেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছেনি, সেসব এলাকায় বিদ্যুতায়নের কাজ চলছে। কিন্তু কাজ শেষ হয়ে গেছে, সামান্য জটিলতার কারণে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না, সেসব গ্রাহককে অগ্রাধিকার ভিত্তিতে আলোর ফেরিওয়ালা সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্যোগ নিয়েছি।

ডিজিএম মোঃ মোখলেছুর রহমান জানান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিস ফরিদগঞ্জে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার জন্যে এ কার্যক্রম শুরু হয়েছে।

স্টাফ করেসপন্ডেট
১৪ জানুয়ারি,২০১৯

Leave a Reply