চাঁদপুর শহরের মঠখোলা ওয়াপদাগেট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মালবাহি ট্রাক ও সিএনিজ চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওসমান গনি অনিক নামে সিএনজি চালক নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।
আহতদের মধ্যে আবু ইউসুফ নামে এক যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।
শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় ওই এলাকার হাজী সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অনিক জেলার মতলব উপজেলার উপাদি দক্ষিন ইউনিয়নের করবন্দ গ্রামের মানিক বেপারীর ছেলে।
অপর আহতরা হচ্ছেন: ইকবাল হোসেন, তানভীর, আইরিন, আবু ইউসুফ ও ইউনুছ রাড়ী।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসক সৌজা উদ-দৌলা রুবেল জানান,একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আবু ইউসুফ নামে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
১১ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur