Monday, May 18, 2015 06:45:52 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে ইন্টারনেট ব্যবহারের গ্রাহক সংখ্যা বেড়েছে। তথ্যের অবাধ প্রবাহ যেন নিশ্চিত হয় সে জন্য ইন্টারনেটের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে।’
বিশ্ব টেলিযোগাযোগ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইন্টারনেটের গতি বাড়াতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এ ছাড়া ২০১৭ সালের মধ্যে নিজস্ব স্যাটেলাইটও স্থাপন করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। আমরা পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনের দুর্গম এলাকাও মোবাইল নেটওয়ার্কের আওতায় এনেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আনি পুরস্কার। আর বিএনপি ক্ষমতায় থাকলে তারা হন তিরস্কার।’
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।