May 18, 2015, 01:46 AM
এক্সক্লুসিভ ডেস্ক:
সন্দেহজনক গতিবিধির কারণে শিলংয়ের রাস্তা থেকে আটক বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের শেষ ছবি প্রকাশিত হয়েছিল সেখানকার মানসিক হাসপাতালে থাকা অবস্থায়। এরপর চিকিৎসকরা তাকে মানসিকভাবে সুস্থ জানানোর পর তাকে স্থানান্তর করা হয় শিলং সিভিল হাসপাতালের বিচারাধীন কয়েদিদের জন্য বরাদ্দ সেলে। বর্তমানে সেখানেই আছেন সালাহউদ্দিন।
ধরা পড়ার এক সপ্তাহ পর রোববার সেই সেল থেকেই তার একটি ভিডিও ফাঁস হয়েছে। মোবাইল ফোনে ধারণ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রিজন সেলের জানালার শিক ধরে সালাহউদ্দিন দেখা করতে আসা কারো সঙ্গে কথা বলছেন।
ধারণা করা হচ্ছে, রোববার বিকেলেই এই ভিডিওটি ধারণ করা হয়।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে সালাহউদ্দিনকে পুশব্যাক করতে পারে ভারত। স্থানীয় শীর্ষ পুলিশ কর্মকর্তা রাজীব মেহতা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ফরেনার্স অ্যাক্টে গ্রেপ্তার সালাহউদ্দিন আহমেদ সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে হাজির করা হবে। সালাহউদ্দিন আহমেদের সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
চাঁদপুর টাইমস পাঠকদের জন্য সেই ভিডিও- –
https://youtu.be/htIk3Pazj94
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur