Monday, 18 May, 2015 12:25:30 AM
চট্টগ্রাম করেসপন্ডেন্ট :
মহানগরীর ব্যস্ততম চকবাজার এলাকা। এ এলাকায় রয়েছে তিনটি আধুনিক মিনি চাইনিজ রেস্টুরেন্ট।
এসব রেস্টুরেন্টে দিবা-রাত্রির বেশিরভাগ সময়ই থাকে আলো-আঁধারির খেলা। এই আলো-আঁধারিতেই চলে তরুন-তরুনীদের ‘অন্যরকম’ প্রেমের আদান প্রদান।
রোববার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর এই তিন চাইনিজ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। রেস্টুরেন্টে খেতে আসার নাম করে তরুন-তরুনীরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে গ্রেফতার হয়েছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেটের হাতে।
চট্টগ্রামের আলোচিত এই তিনটি চাইনিজ রেস্টুরেন্ট জলো, গ্রীন চিলি, ডেট ইন, এবং হারমনি। তিন রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয় পাঁচ তরুণী এবং নয় তরুণকে। এদের মধ্যে দুটি রেস্টুরেন্টের দুজন ম্যানেজারও রয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট আসিফ ইমতিয়াজ চাঁদপুর টাইমসকে জানান, মিনি চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে আলো-আঁধারিতে মাদক ও অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ পেয়ে চকবাজার এলাকার তিনটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।
এ সময় রেস্টুরেন্টের ভিতরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পাঁচ জোড়া (১০ জন) তরুণ-তরুণী এবং হোটেল ম্যানেজারসহ মোট ১৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচ তরুনী এবং সাত তরুণকে সাত দিন করে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ছাড়া গ্রীন চিলি রেস্টুরেন্ট এবং ডেট ইনের ম্যানেজারকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। একই অপরাধে সিলগালা করা হয়েছে ডেট ইন, গ্রীন চিলি ও হারমনি মিনি চাইনজ রেস্টুরেন্ট।
https://youtu.be/c_t-Gyq_mYs
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur