হাজীগঞ্জের বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ বছর জেএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাশের পাশাপাশি ৫ শিক্ষার্থীর জিপিএ ৫ অর্জন করেছে।
এ বছর ৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এ+ ও এ প্রেড পেয়ে সবাই কৃতকার্য হয়।
বিদ্যালয়ের জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, মো.শরিফউদ্দিন,শাহাবউদ্দিন,ফয়েজ হোসাইন, জাহিদুল ইসলাম ও ইসমাইল পাটওয়ারী। উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে জেএসসির ফলাফলে প্রতিবছরের ন্যায় এবারোও প্রতিষ্ঠানটি এক অন্যন্য সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানটি ২০০১ সালে গড়ে উঠার পর তেমন কোন উন্নয়নের চোয়া না পেলেও শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং অভিভাবাকদের অক্লান্ত পরিশ্রমে ধারাবাহিক ফলাফল অর্জন করে আসছে।
এর জন্য বর্তমান প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিবাবক ও পরিচালনা পর্ষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur