উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সারা দেশের মতো চাঁদপুরেও নানা আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টায় জেলার ৮টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক এবং মাদরাসার মতো প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. মঈনুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা, মো. শাহাবউদ্দিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, এসএমসি সভাপতি সফিউদ্দিন আহম্মদ, প্রধান শিক্ষক ইসমত আরা সাফি প্রমুখ।
অন্যদিকে, জেলার ফরিদগঞ্জ এ আর পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন দশম জাতীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। পৃথক আরেক অনুষ্ঠানে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনির উজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতালেব, প্রেস ক্লাব সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রধান শিক্ষক হাছিনা আক্তার প্রমুখ। আনন্দঘন এই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন।
এদিকে, প্রাথমিক শ্রেণিতে বিনামূল্যে বই বিতরণ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবউদ্দিন বলেন, এবারে চাঁদপুরের ১৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ১ হাজার ২৩৬ জন শিক্ষার্থীকে মোট ১৫ লাখ ৪১ হাজার ৩৬টি বই দেওয়া হয়েছে। এসব বই বছরের প্রথম দিনেই বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীরা তাদের অনুভূতির কথা জানায়। একই সঙ্গে অভিভাবক ও সরকারি কর্মকর্তারা এভাবে বিনামূল্যে বই বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
১ জানুয়ারি, ২০১৯