Friday, May 15, 2015 07:56:22 PM
আহছান হাবিব, ফরিদগঞ্জ (চাঁদপুর) :
ফরিদগঞ্জ উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম ভূঁইয়া। ৩ ফেব্রুয়ারী ইউপি চেয়ারম্যান আবুল বাশার ভূঁইয়া বাচ্চু মাস্টারে মৃত্যুতে পদটি শূণ্য হয়। ফলে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ১৪ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ২৫ মে নির্বাচনের তারিখ নির্ধারন করে নির্বাচন কমিশন।
১৪ মে বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম ভূঁইয়াকে বিজয়ী ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিস।
এ ব্যপারে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার নির্বাচন সংক্রান্ত চিঠি প্রেরনের মাধ্যমে একক প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষনা করা হবে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur