Thursday, May 14, 2015 11:46:25 PM
যদি সত্যি বলি
যদি অন্তর থেকে বলি
যাদের কারণে আমরা ভাল আছি
তাদের কি সত্যিই আমরা ভালবাসি,
ঐ অসহায় দরিদ্র ভূমিহীন, নিদ্রাহীন,
চৌমহনীর রাস্তার পাশে শুয়ে আছে
ছেড়া কাপড়ের ধুলো ঘামে
অবিরাম চলছে টেলা দুর্ভোগের
জীবন তাহার।
তুমি ভূ-স্বামী জগৎ সংসারে
ভূ-গর্ভে তোমার অন্তর কত আনা সিক্ত।
সে বলতে অপেক্ষমান নাইবা হলেম
বিবেক নামের প্রশ্নতো
তোমার কাছেই আছে।
আসলেই কি?
দুঃসময়ের করুণা
আমরা তাদের করি।
পাছে দেখলে বিরক্তিকর মানুষ গুলো তারা
সে ঐ কুলি দিন মজুর
মাথায় বোঝা লয়ে
তুমি সাহেবকে করেছে পার।
পদ্মার তীর, উত্তাল মেঘে
তবুও সহে কহে বলেন জী হুজুর
আমিতো আছি দিব পাড় করি।
সাহেব আমি টাকার বিনিময়ে
তুচ্ছ করি কেনা গোলাম
ভাব যে কত নিবিড় গম্ভীর।
ঘামের গন্ধে পাশে বসতে দেয়না
যদি সুগন্ধীর হয় বিকরন।
সে মানুষ গুলোই প্রজা হয়ে
দিন রাত্রি রাজাকে সেবন।
যদি সত্যি বলি
যদি অন্তর থেকে বলি
যাদের কারণে আমরা ভাল আছি
তাদের কি সত্যিই আমরা ভালবাসি,
হে বিবেকবান প্রতিপত্তি
নিজের উত্তর নিজেই হিসাব করে নিও
ঐ দরিদ্রদের আমরা কতটা ভালবাসি।
আবুধাবী/
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur