সাইফুল ইসলাম রনি, মতলব (চাঁদপুর)
মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ১৩ মে বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের ৪টি শ্রেণিকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে মোঃ সালাউদ্দিন (ব্যালট নং-৬) ৬শ ৮ ভোট পেয়ে প্রথম, মোঃ রেজাউল করিম (ব্যালট নং- ২) ৪শ ৮ ভোট পেয়ে দ্বিতীয়, আল মহসীন প্রধান (ব্যালট নং- ০১) ৪শ ২ভোট পেয়ে তৃতীয়, মোঃ লোকমান হোসেন বাবুল (ব্যালট নং- ৪) ৩শ ৮১ ভোট পেয়ে চতুর্থ হয়ে নির্বাচিত হয়েছে।
এছাড়া নির্বাচনে মোঃ নুরুল ইসলাম (ব্যালট নং-২) ৩শ ৩৭ ভোট এবং মোঃ সালাউদ্দিন আহম্মেদ (ব্যালট নং-৫) ২শ ৪৬ ভোট পেয়েছে। মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছে ২জন। তাদের মধ্যে রুনিয়া আক্তার (ব্যালট নং- ২) ৩শ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি আরজু আক্তার (ব্যালট নং- ০১) ভোট পেয়েছেন ৩শ ৮১।
উক্ত নির্বাচনে ১ হাজার ২শ ১জন ভোটারের মধ্যে ৮শ ৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তন্মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে ১৫টি ও মহিলা সদস্য পদে ৪৯টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ রহিম। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ গিয়াস প্রমুখ।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।