Home / জাতীয় / রাজনীতি / রাবি অধ্যাপক খুনের প্রতিবাদ সভায় যাচ্ছেন ৪ মন্ত্রী
রাবি অধ্যাপক খুনের প্রতিবাদ সভায় যাচ্ছেন ৪ মন্ত্রী

রাবি অধ্যাপক খুনের প্রতিবাদ সভায় যাচ্ছেন ৪ মন্ত্রী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে আগামী শনিবার (১৪ মে) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিক্ষক-ছাত্র সমাবেশ।

সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, “শনিবার তিন মন্ত্রীর উপস্থিতিতে শিক্ষক-ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া রোববার (১৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে ‘সংহতি ও মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হবে।”

গত ২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নিউজ ডেস্ক : আপডেট ৩:২০ পিএম, ১১ মে ২০১৬, বুধবার

এইউ