Home / শিল্প-সাহিত্য / এক তিনে মোহনা : নয়ন কান্তি দে
Noyon-Kanti-Dey

এক তিনে মোহনা : নয়ন কান্তি দে

নদীর তীর,
ওঠেছে হেসে।
আষাঢ়ের ছন্দের,
সাথে বেসে।

মনটা করে,
উতাল পাতাল।
নতুন রঙের,
পাল তুলে।

মিললো আবার,
তাদের দেখা।
ইলিশের বাড়িতে
রয়েছেন তারা একা।

পদ্মা মেষনা,
ডাকাতিয়া।
দেখলাম তাদের
প্রাণ খুলিয়া।

আছে অনেক কিছু,
তাদের মাঝে।
রাত হলে যেমন,
রুপ নেই অন্য সাজে।

নদী করে,
মানুষকে তাড়িত।
যার রূপে,
মানুষ হয় প্লাবিত।

হাজারো হিংসা,
দূর করে আসলো সবাই এক হয়ে।
তিন নদীর মিলে
পুরা এলাকা মাতিয়ে।

লেখক পরিচিতি
নয়ন কান্তি দে
বাংলাদেশ পুলিশ
চাঁদপুর পুলিশ লাইন
প্রাক্তন ছাত্র কক্সবাজার সিটি কলেজ
বর্তমান ছাত্র চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ(বিএসএস)।