২০১৮ সালে টেস্টের সেরা বিশ্ব একাদশ সাজিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। এই দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
মাঞ্জরেকার তার একাদশে সর্বোচ্চ তিনজন রেখেছেন নিজ দেশের খেলোয়াড়। ব্যাটিংয়ে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির পর বোলিংয়ে জায়গা পেয়েছেন জসপ্রিত বুমরাহ। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুইজন করে। এছাড়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডের একজন করে রয়েছেন একাদশে।
মাঞ্জরেকারের টেস্ট একাদশ:
টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
২. ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা)
৩. চেতেশ্বর পূজারা (ভারত)
৪. বিরাট কোহলি (ভারত)
৫. জো রুট (ইংল্যান্ড)
৬. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
৭. মুশফিকুর রহিম (বাংলাদেশ)
৮. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
৯. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)
১০. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)
১১. জসপ্রিত বুমরাহ (ভারত)
বার্তাকক্ষ
৩১ ডিসেম্বর ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur