Monday, May 11, 2015 11:30:08 PM
জহিরুল ইসলাম জয় :
আগামি ২৮ মে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৯ টি পদে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করে। দীর্ঘ ৩ বছর পর মনোনয়নপত্র সংগ্রহের পর পরই প্রার্থীরা ভোটারের দরবারে যেতে শুরু করে দিয়েছে। সোমবার ছিলো এ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।
নির্বাচন কমিশনারের কার্যালয়ের সূত্রে জানা যায়, সোমবার শেষ দিনে সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবীব অরুন ও বর্তমান সভাপতি আশফাকুল আলম চৌধুরী। সহ-সভাপতি পদে মনোনয়ন নেন জামাল উদ্দিন তালুকদার কিরন, নজরুল ইসলাম ও দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক পদে হায়দার পারভেজ সুজন, হাজী মিজানুর রহমান ও সালাউদ্দিন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন মিন্টু, সাইফুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে আলী নেওয়াজ রোমান, আবু হেনা বাবলু, শহীদ উল্লাহ, কোষাদক্ষ পদে আহসান উল্লাহ কাশাঁরী, হাসান মাহমুদ, নূরে আলম রিন্টু, দপ্তর সম্পাদক পদে আবুল কাসেম মুন্সী, জামাল মজুমদার, প্রচার সম্পাদক পদে মোঃ ইমামূল হাসান হেলাল, জসিম উদ্দিন, হারুনুর রশিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোঃ শাহাব উদ্দিন, বানিজ্য বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন মুন্সী, মোহাম্মদ হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক পদে ইমরান হোসেন, মাসুদ হোসেন, মুসলিম খাঁন এবং সদস্য পদে বাজারের ৭ টি ওয়ার্ড থেকে ১৪ টি পদের বিপরীতে ২৯ টি মনোনয়ন বিক্রি হয়েছে।
এবারের নির্বাচনে ১ হাজার ৫শ ৭৩ ভোটারের বিপরীতে ২৯টি পদে প্রার্থীরা লড়বেন। মনোনয়ন বিক্রির শেষ সময় পর্যন্ত মোট মনোনয়ন বিক্রি হয়েছে ৫৫ জন। এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমতাজ দৌলতানা। সহকারী কমিশনারের দায়িত্ব পালন করছেন ইকবালুজ্জামান ফারুক। এর মধ্যে মনোনয়ন বিক্রি শেষে শুধুমাত্র ক্রীড়া ও সাংস্কৃতিক পদে সাহাবুদ্দিন সাবু একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur