Saturday, 09 May, 2015 05:38:13 PM
কুষ্টিয়া করেসপন্ডেন্ট :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদেরকে গণতন্ত্রে হালাল করা যাবে না। সে ক্ষেত্রে বেগম খালেদা জিয়া মধ্যযুগীয় কোন মহারাণী নন যে, তার বিরুদ্ধে মামলা করা যাবে না। গণতন্ত্রে আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ খালেদা জিয়ার নেতৃত্বেই আগুন যুদ্ধ হয়েছে আর এই আগুনে পুড়ে মারা গেছে অনেকে।
এতে বিএনপি ও জামায়াতের ছয় শতাধিক কর্মী হাতেনাতে ধরা পড়েছে। তাদের স্বীকারোক্তিও রয়েছে। ‘বিএনপি নেত্রী এমন ভাব করছেন যে আগুন যুদ্ধ হয়নি। মানুষ পুড়ে মারাও যায়নি। তাহলে এগুলো ভূতরা করেছে ?
শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন,‘বেগম জিয়া তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক হয়রানি বলছেন। কিন্তু আমরা কখনও কাউকে হয়রানি করি না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, হয় গণতন্ত্র থাকবে নয়তো তালেবানের মতো আগুন সন্ত্রাসী জঙ্গিবাদীদের কাছে দেশকে ইজারা দিতে হবে। আমরা গণতন্ত্র রক্ষায় আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের বাংলাদেশে রাখব না।’
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও দলীয় নেতাকর্মীরা ।
চাঁদপুর টাইমস- এএস/ডিএইচ/ ২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur