ফাইল ছবি।
Friday, May 08, 2015 09:21:22 PM
কুমিল্লা করেসপন্ডেন্ট :
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেনের ২টি বগির ৮টি চাকা কুমিল্লার লাকসামে লাইনচ্যুত হয়। এতে করে চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের সাথে ঢাকা, সিলেটসহ দেশের বৃহত্তর ৬টি রুটের ট্রেন চলাচল ৪ ঘণ্টা বন্ধ ছিল।
জানা যায়, কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের নিকটবর্তী পেরুল এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।
বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন কুমিল্লার লাকসাম জংশনের নিকটবর্তী পেরুল এলাকা অতিক্রম করে যাবার সময় ২টি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। তবে এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিক লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে ওই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।
এদিকে কুমিল্লা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সফিকুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস কুমিল্লায়, কসবা ও আখাউড়ায় চট্টলা, পাহাড়িকা ও কর্ণফুলী এক্সপ্রেস আটকে ছিল।
চাঁদপুর টাইমস : জেএআই/এএস/ এমআরআর/2015
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :