Friday, May 08, 2015 03:23:39 PM
হাসান সাইদুল :
রাজধানীর ভাসানটেক বস্তিতে তিন শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোখলেছুর রহমান (৩৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয়দের হাতে আটকের পর পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় ওই ধর্ষককে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাসানটেক বস্তিতে তিন শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে।
ওই সময় স্থানীয়রা টের পেয়ে শিশুদের উদ্ধার করে এবং ধর্ষককে পুলিশের কাছে সোপর্দ করে। ওই তিন শিশুর বয়স ৮ থেকে ১০ বছর বলে পুলিশ জানায়।
এই ঘটনায় মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আবুল কালাম আজাদ আরও জানান, ধর্ষককে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :
www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur