খবরের শিরোনাম শুনে হয়তো অবাক হচ্ছেন সবাই। তবে অবাক হওয়ার কিছু নেই। বাস্তবে মারা যাননি ইন্দোকানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। তহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে শিরোনামে কেন সানির মৃত্যুর কথা লেখা হলো?
এবার আসল কথায় আসা যাক। সানি ভক্তরা হয়তো তার অভিনয় করা ‘এক পেহেলি লিলা’ সিনেমাটির কথা মনে রেখেছেন। সেখানে সিনেমার শেষে মারা যান সানি লিওন। আর সেই দৃশ্যটাই নাকি মেনে নিতে পারেননি তার ভাই আমেরিকা প্রবাসী সন্দীপ সিংহ। তাই ছবিটা দেখতে বসেও তা শেষ করেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাতকারে সানিকে প্রশ্ন করা হয়, তার অভিনয় কি তার ভাই দেখেন? তার উত্তরে নায়িকা জানিয়েছেন, ও একেবারেই বলিউডের ছবি দেখে না। তাও আমি এক পেহেলি লীলা দেখতে বলেছিলাম। কিন্তু ও আমাকে বলল, এমন কোনো ছবি আমায় দেখতে বলিস না, যেখানে শেষ পর্যন্ত তুই মারা যাবি।
এ বিষয়ে সানি বলেন, আসলে আমরা বাবা-মাকে একদম সামনে থেকে মারা যেতে দেখেছিলাম। সে কারণ অনস্ক্রিন হলেও আমার মৃত্যু ভাই সহ্য করতে পারবে না।
বিনোদন নিউজ ডেস্ক || আপডেট: ০৪:১০ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur