তরুণদের উদ্যোগে রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী শেখ মুহাঃ জয়নাল আবদিন এর পক্ষে শত শত তরুণ এ গণসংযোগে অংশ নেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মিছিলে সাধারণত দাড়ি টুপি পরিহিত লোক বেশি থাকলেও এদিন ছিল ব্যতিক্রমধর্মী।
মিছিল শেষে বিপনীবাগ ইসলামী আন্দোলনের কার্যালয় সম্মুখে প্রার্থী শেখ মুহাঃ জয়নাল আবদিন বলেন, হাতপাখার বিজয় হলে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত, উন্নত ও কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আমীর পীরসাহেব চরমোনাই ইশতেহার ঘোষণা করেছেন তা হলো খাদ্যমূল্য ২০ শতাংশ কমানো, জ্বালানি তেল ও গ্যাস-বিদ্যুতে দাম ৩০ শতাংশ কমানো; জমির খাজনা, সব ধরনের টোল এবং হোল্ডিং ট্যাক্স ৩০ শতাংশ কমানো; সেচ ও বীজ অর্ধেক মূল্যে, শ্রমিকদের জীবনমান উন্নয়নে বেতন দ্বিগুণ করা; চিকিৎসা ব্যয় ৫০ শতাংশ কমানো; পরিবহন ভাড়া ৩০ শতাংশ কমানো; সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ; আমদানি ও রপ্তানি শুল্ক ৩০ শতাংশ কমানো; সব মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও খাদেমকে সম্মানজনক ভাতা প্রদান; সব মন্দির-গির্জার প্রধান ও সেবকদের সম্মানজনক ভাতা প্রদান করা হবে। আমরা নির্বাচিত হলে এগুলো বাস্তবায়ন করা হবে। সকলের সমান সুযোগ থাকবে, চাঁদপুরের সকল শ্রেণির মানুষ অধিকার ফিরে পাবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার আল নোমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মুহাঃ মহসিন হোসেন, সাধারণ সম্পাদক মুহাঃ নেছার উদ্দিন, সাবেক ছাত্র নেতা মুহাঃ শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সদর উপজেলার প্রচার সম্পাদক মুহাঃ মনির হোসেন রাজন সহ শহর শাখার নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur