চাঁদপুর-৩ নির্বাচনি এলাকা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী চাঁদপুর হাইমচরের উন্নয়নের রূপকার ডা.দীপু মনি নৌকা মার্কার সমর্থনে সম্মিলিত সাংষ্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার শিল্পীরা বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
সম্মিলিত সাংষ্কৃতিক আনুষ্ঠানিকভাবে এ প্রচারণার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.জে.আর ওয়াদুদ টিপু।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,‘বাংলাদেশের উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের গঠিত আওয়ামী লীগ এর বিকল্প নেই। জাতির পিতার স্বপ্ন পূরণে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংষদ নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয়ী করে দেশের আরও উন্নয়ন করা হবে।’
চাঁদপুর-৩ নির্বাচনি এলাকার নৌকার প্রার্থী ডা.দীপু মনিকে আগামি ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে যার যার অবস্থানে থেকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন।এতে চাঁদপুর-হাইমচরের আরও ব্যাপক উন্নয়ন হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু,অ্যাড.মজিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড.জাহিদুল ইসলাম রোমান, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার,সাধারণ সম্পাদক অ্যাড.বদিউজ্জামান কিরণ, সাংষ্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব তমাল কুমার ভৌমিক প্রমুখ।
উদ্বোধন শেষে চাঁদপুরের সংগীত শিল্পী রূপালী চম্পক, কৃষ্ণা সাহা,পীযুষ কান্তি রায় চৌধুরী, তাহমিনা হারুন, রুমা সরকার, ইতু চক্রবর্তী, অনিতা নন্দী, বিরেন সাহা, রঞ্জন সূত্রধর, বিশ্বজিৎ কর রানা, আফসার বাবু,আবৃতি,তৃষা, শুভ সহ আরও অনেকে দীপু মনির নৌকা মার্কার সমর্থনে শহরে ট্রাক বহরযোগে দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সিনিয়র শিল্পীরা প্রচারণায় নেমেছেন। এ প্রচারণা নির্বাচনের পূর্ব পর্যন্ত চলবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur