Sunday, May 03, 2015 1:59:12 PM
রাজশাহী অফিস :
পিলখানা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে রবিবার দুপুর ১২টা ২০ মিনিটে পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি (প্রিজন) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাসির উদ্দিন আহমেদ পিন্টু রাজশাহী কারাগারে ছিলেন। সেখানে রবিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়।
এদিকে ঢাকা বিভাগীয় ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার বলেন, ‘অসুস্থ হয়ে পড়লে নাসির উদ্দিন পিন্টুকে রাজশাহী কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
(বিস্তারিত আসছে…)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur