কুমিল্লার বরুড়া উপজেলার শৈলখালী ইসলামীয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত শনিবার (১ জানুয়ারি) শৈলখালী ইসলামীয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক ইমান উদ্দিন (৩২) দিবাগত রাতে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র জাহিদ হোসেন (১৩) কে বলাৎকার করে। এই অভিযোগ এনে জাহিদের মা নুরুন্নাহার বাদী হয়ে গত সোমবার রাতে বরুড়া থানায় একটি অভিযোগ করেন।
এস. আই বিকাশ চন্দ্র ঘোষ এ বিষয়ে বলেন, তদন্ত চলছে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসার মোহতামিম আবু তাহের জানান, ঘটনাটি শুনেছি এবং ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করেছি।
এছাড়া তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষককে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
কুমিল্লা করেসপন্ডেন্ট || আপডেট: ০৫:৩৬ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur