Saturday, 02 May, 2015 10:59:06 PM
জাহিদুর রহমান তারিক:
ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী আমতলা নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শনিবার বিকালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের শফিক ডিলাক্সের একটি বাস বিকাল ৩ টার দিকে খড়িখালী আমতলা পৌছালে বিপরিত দিক থেকে আসা বগুড়া থেকে সাতক্ষীরাগামী জিএস ট্রাভেলস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সে সময় বাস দুটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে চুর্ন-বিচুর্ন হয়ে যায়। বাস দুটিতে শতাধিক যাত্রীর মধ্যে অন্তত: ৪৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur