চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্র্াব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোঃ রাশেদুল বাশার থাইল্যান্ডে সুইমিংয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৩৪ বছর। সে গত ৬মে বাংলাদেশ ব্যাংক এর স্কলারশীপ নিয়ে ১বছরের ট্রেনিংএ থাইল্যান্ড যায়।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিমানে তার লাশ চট্রগ্রামে পৌছবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।
চাঁদপর সদরের রালদিয়া তালুকদার বাড়ীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার তালুকদারের ছেলে মোঃ রাশেদুল বাশার। তবে তারা চট্রগ্রামে চান্দগাঁও আবাসিক এলাকায় জন্ম থেকে বসবাস করছে। সে বিবাহিত হলেও কোন সন্তান নেই। তার মা মোহছেনা বেগম একজন গৃহিনী।
মরহুমের বড় বোন কামরুন্নাহার রুমি চট্রগ্রাম জজ কোটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট, অপর বোন সামচ্ছুন্নাহার ঝুমা চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগিয় প্রকৌশলী ও বড় ভাই মন্জুরুল বাশার শাহজালাল ইসলামী ব্যাংক চট্রগ্রাম আগ্রাবাদ শাখার ফাষ্ট-এ´িকিউটিব অফিসার।
উল্লেখ্য, নিহত রাশেদুল বাশার চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শরীফ চৌধুরী, ও সাংবাদিক মুনির চৌধুরীর ভাগিনা।
(প্রেস বিজ্ঞপ্তি)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur