Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর লক্ষ্মীপুর প্রাথমিকে জিপিএ ৫ পেয়েছে ৮ শিক্ষার্থী
হাইমচর লক্ষ্মীপুর প্রাথমিকে জিপিএ ৫ পেয়েছে ৮ শিক্ষার্থী

হাইমচর লক্ষ্মীপুর প্রাথমিকে জিপিএ ৫ পেয়েছে ৮ শিক্ষার্থী

হাইমচর উপজেলার নয়ানী লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনীতে এ বছর জিপিএ ৫ পেয়েছে ৮ শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন সরকার জানান নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেনী সমাপনী পরীক্ষায় ৫৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছেন ৮ শিক্ষার্থী। শিক্ষার্থীরা হলেন ফারজানা আক্তার, সুমাইয়া সুলতানা, মরিয়ম আক্তার মুন্নি, তাহামিনা আক্তার, উম্মে হাবিবা, মোঃ জাহিদ হোসেন, উম্মে হাবিবা জিনিয়া ও মোঃ আল আমিন

এদিকে সারা দেশের ন্যায় একযুগে হাইমচর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলোতে বই বিতরণ করা হয়েছে। সেে আলোকে নয়ানী লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস।

১ জানুয়ারী সকাল ১০ টায় নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহনেওয়াজ পাটওয়ারী সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন চন্দ্র সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ ইলিয়াসসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

।। আপডেট : ০৯:৫৫ পিএম, ০২ জানুয়ারি ২০১৫, শনিবার
ডিএইচ