Friday, 01 May, 2015 4:42:26 PM
চাঁদপুর টাইমস ডট কম
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে একটি সাত তলা ভবন হেলে পড়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে লিচুবাগানের ৩৫/৫ নম্বর ভবনটি হঠাৎ করে হেলে পড়ে। এতে ভবনটির মধ্যে থাকা লোকজন দ্রুত বাইরে চলে আসেন। এসময় ভবনটির আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, শুক্রবার সকালে লিচুবাগান এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur