Home / উপজেলা সংবাদ / মাদক প্রতিরোধে হাজীগঞ্জের সব মসজিদে আলোচনা
মাদক প্রতিরোধে হাজীগঞ্জের সব মসজিদে আলোচনা

মাদক প্রতিরোধে হাজীগঞ্জের সব মসজিদে আলোচনা

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাদক ও ইভটিজিং রোধে এক যোগে উপজেলার সকল মসজিদে জুমার নামাজ শেষে এর কুফল সম্পর্কে আলোচনা রাখা হয়।

শুক্রবার মসজিদের ইমাম সাহেবরা খুতবার ও পরে থানার দায়িত্বরত অফিসাররা দাড়িয়ে মসুল্লিদের উদ্দেশ্যে বর্তমান সমাজ ব্যবস্থায় মাদক,ইভটিজিংসহ নানা অপরাধ প্রবণতার কুফল তুলে ধরেন।

উপজেলার রামপুর পূর্ব বাজার জামে মসজিদে থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম এল এল বি বলেন, যে পরিবারে একজন সদস্য মাদকাসক্ত সে পরিবারটি জানে তারা কত দূর্ভোগে রয়েছে। তাই আমি মুসল্লিদের প্রতি আহবান জানাই আপনার সন্তান কি করছে কার সাথে হাটছে তার গতিবেগ লক্ষ রাখার।

এ সময় তিনি পরিবারের সন্তান ও তাদের পুত্রবধূদের হাতে মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান ফেইসবুক,ইন্টারনেট ব্যবহারের খারাপের দিকে ঝুকে পড়েছে।

বাড়ি থেকে আপনার মেয়ে বা ঘরের বউ বের হওয়ার সময় পর্দাশীলভাবে যেনো বাহিরে যায় সেই দিক লক্ষ্য রাখবেন। ইভটিজিংকারীরা মেয়েদের পোষাক লক্ষ্য করে খারাপ উক্তি বেশি করে।

তিনি আরো বলেন, আমি বা আমার পুলিশ সদস্য কেউ যদি কোন মাদকের সাথে সহযোগিতা থাকে তাহলে আপনারা পুলিশ সুপারকে অবহিত করবেন। সমাজের যে কোন অন্যায় অপরাধমূলক কর্মকান্ড চোঁখে পড়লে তা থানার যে কোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন এ কর্মকর্তা।

মাদক প্রতিরোধে হাজীগঞ্জের সব মসজিদে আলোচনা

About The Author

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

 : আপডেট ২:০০ এএম, ১৬ এপ্রিল  ২০১৬, শনিবার

ডিএইচ