Home / চাঁদপুর / ‘চাঁদপুরে মেডিক্যাল কলেজ, মুক্তিযুদ্ধের জাদুঘর, নৌ-বন্দর তৈরির পরিকল্পনা’
চাঁদপুরে মেডিক্যাল কলেজ, মুক্তিযুদ্ধের জাদুঘর, নৌ-বন্দর তৈরির পরিকল্পনা

‘চাঁদপুরে মেডিক্যাল কলেজ, মুক্তিযুদ্ধের জাদুঘর, নৌ-বন্দর তৈরির পরিকল্পনা’

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি বলেছেন, সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করে গড়ে তুলছেন। তৃণমূল থেকে সদর সকল পর্যায়ে সেবার মান যাতে একই থাকে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ছাদের নিচে সকল বিভাগ থাকলে কাজের সমন্বয় থাকে। এতে সুবিধাভোগীদের সময় ও সমস্যা কম হয়।

তিনি শনিবার সকালে সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ও মিলনায়তন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় দীপু মনি কিছু দাবি প্রসঙ্গে বলেন, আপনারা ভাসমান রেস্তোরাঁসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন। আপনাদের এ দাবিগুলো আমারও দাবি। ২০১৬ সালকে সরকার পর্যন্ত বছর ঘোষণা করেছে। তাই চাঁদপুর জেলাকে পর্যটন জেলায় রূপান্তরিত করতে আমাদের বেশ কিছু পরিকল্পনা হাতে রয়েছে। চাঁদপুরে মেডিক্যাল কলেজ, মুক্তিযুদ্ধের জাদুঘর, নৌ-বন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার পদ্মা সেতুর মত বড় কাজ সম্পন্ন করছে। আশা করি এ ছোট কাজগুলোও অচিরেই করা হবে।

তিনি সদর উপজেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের সাথে আপনারা হাসিমুখে কথা বলবেন। আপনারা অনেক পরিশ্রম করেন, তাই জনগণকে সেবা দিতে কৃপণতা করবেন না। তাহলেই সরকারের উন্নয়ন কাজে লাগবে।

এসময় তিনি বিভিন্ন উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতার কারণে দেশে নারী শিক্ষা, অর্থনীতি, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে উন্নয়ণের ছোঁয়া লেগেছে।

সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামানের সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা একেএম সাইফুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মনিরা চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলিয়াছ, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাল, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী প্রমুখ।

এরআগে অনুষ্ঠানের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি সদর উপজেলা প্রশাসনিক ও মিলনায়তন ভবনের উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

 

|| আপডেট: ০৮:২৪ পিএম, ০২ জানুয়ারি ২০১৬, শনিবার

এমআরআর