শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌর ৮নং ওয়ার্ডের মৃত হোসেন আহমেদের পুত্র উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা ফারুক হোসেন মিয়াজীকে রাত ১২টায় তার নিজ বাসা থেকে আটক করা হয়। পরে তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করে।
এছাড়া একই রাতে চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামের আলমগীর হোসেন, আশিষ হোসেন, চিতোষী পূর্ব ইউনিয়নের জুলফু মিয়া ও ইউপি সদস্য মামুন হোসেন মায়েম ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া গ্রামের জিয়াউর রহমানকে আটক করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহআলম বলেন, আটককৃতদের বৃহস্পতিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
১৪ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur