একাত্তরের নৌ-কমান্ডো মো. শাহজাহান কবির বীর প্রতীকের লেখা ‘চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস’ গ্রন্থের মোড়ক বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। মুক্তিযোদ্ধা সানা উল্যাহ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।
শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বইটির লেখক মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীর প্রতীক প্রমূখ। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম
১৩ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur