চাঁদপুর মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক করা করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন মাহবুবুল হক, পিতা- মৃত আব্দুল হাকিম। মোঃ সেলিম মিয়া প্রকাশ দুলু,পিতা- মৃত সিরাজুল ইসলাম।
পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মামুনের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ মশিউর আলম সঙ্গীয় সদস্যদের নিয়ে সোমবার চাঁদপুর মডেল থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
এ সময় চৌধুরী পাড়া এলাকার ও হাজী মহসিন রোড এলাকা থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয়।
এদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
১২ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur