Home / জাতীয় / রাজনীতি / কুমিল্লার ১১টি আসনে নৌকা বিপুল ভোটে নির্বাচিত
Comilla-Division

কুমিল্লার ১১টি আসনে নৌকা বিপুল ভোটে নির্বাচিত

কুমিল্লার ১১টি আসনের সবকটিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কুমিল্লা ১১টি আসনের
মধ্যে ১০টির ফলাফল প্রকাশ করে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও ভোট পুনরায় গণনার আবেদন এর প্রেক্ষিতে কুমিল্লা-১ আসনের কোন প্রার্থীকে এখনও বিজয়ী ঘোষণা করা হয়নি।

যদিও ভোটের হিসেবে অনুযায়ী সেখানে এগিয়ে আছেন নৌকা প্রতীকের সুবীদ আলী ভুইয়া। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. খন্দকার মোশারফ ভোট পুনরায় গণনার আবেদন করলে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল ফজল মীর তার আবেদন বিবেচনা করে আগামী পহেলা জানুয়ারি ভোট পুনরায় গণনার সিদ্ধান্ত নেন।

ফলাফলঃ

কুমিল্লা -১আসনে নৌকার প্রার্থী সুবিদ আলী ভুইয়া পেয়েছেন এক লাখ ৩৫হাজার ৪৯ ভোট,ধানের শীষের প্রার্থী ড.খন্দকার মোশারফ হোসেন পেয়েছেন ৯৪হাজার ৪১৪ ভোট।

কুমিল্লা-২ আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরী পেয়েছেন দুই লাখ পাঁচ হাজার ৫১২ এবং ধানের শীষের প্রার্থী ড. মোশাররফ হোসেন পেয়েছেন ২০৭৫৯।

কুুুুমিল্লা-৩ আসনে নৌকার প্রার্থী ইউসুফ আব্দুল-াহ হারুন পেয়েছেন ২লক্ষ ৭৩ হাজার ১৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম মজিবুল হক ধানের শীষ পেয়েছে ১২ হাজার ৩৫৮ ভোট।

কুমিল্লা-৪ আসনে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন দুই লাখ ৪০ হাজার ৫৪৪টি ভোট। ধানের শীষের প্রার্থী আবদুল মালেক রতন পেয়েছেন সাত হাজার ৯৫৮টি ভোট।

কুমিল্লা-৫ আসনে নৌকার প্রার্থী আবদুল মতিন খসরু পেয়েছেন দুই লাখ ৯০হাজার ৫৪৭ , ধানের শীষের অধ্যক্ষ মো. ইউনুস পেয়েছেন ১১ হাজার ৯৬০।

কুমিল্লা-৬আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার পেয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৩০০ ভোট,ধানের শীষের প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন পেয়েছেন ১৮হাজার ৫৩৭ ভোট।

কুমিল্লা-৭আসনে নৌকার প্রার্থী অধ্যাপক আলী আশরাফ পেয়েছেন এক লাখ ৮৪হাজার ৯০১ভোট,ধানের শীষের প্রার্থী ড.রেদোয়ান আহমেদ পেয়েছেন ১৫হাজার ৭৪৭ভোট।

কুুুুমিল্লা-৮ আসনে নৌকার প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৬৫৯ ভোট এবং ধানের শীষের প্রার্থী জাকারিয়া তাহের সুমন ৩৪হাজার ২১৯ ভোট।

কুমিল্লা- ৯ আসনে নৌকার প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন পেয়েছেন দুই লাখ ৭০ হাজার ৬০২ ভোট এবং ধানের শীষের প্রার্থী আনোয়ারুল আজিম পেয়েছেন ১১হাজার নয় ভোট।

কুমিল্লা- ১০ আসনে নৌকার প্রার্থী আ হ ম মুস্তফা কামাল পেয়েছেন চার লাখ পাঁচ হাজার ২৯৯ ভোট এবং ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৪৮ ভোট।

কুমিল্লা-১১আসনে নৌকার প্রার্থী মুজিবুল হক পেয়েছেন দুই লাখ ৮২ হাজার ২৭৩ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মোঃ কামাল উদ্দিন দুই হাজার ২৫৭ভোট। ৩য় হয়েছেন ধানের শীষের প্রার্থী ড.সৈয়দ আবদুল্লাহ মো.তাহের। তিনি পেয়েছেন এক হাজার ১০১ ভোট।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
৩১ ডিসেম্বর,২০১৮

Leave a Reply