সদ্য প্রকাশিত ইবতেদায়ী পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষায় কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ জি,এ দাখিল মাদ্রাসায় ৪ শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হচ্ছে-ফারজানা আক্তার, তাহমিনা আক্তার ও মারজিয়া আক্তার এবং সাধারন গ্রেডে বৃত্তি পায় আছমা আক্তার।
এ উপলক্ষে বুধবার (২০ এপ্রিল) সকালে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু বকর মিয়াজী তার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মিষ্টি মাঝে বিতরণ ও তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।
এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট সমাজসেবক মো. আবু বকর মিয়াজী বলেন-নিতে নয়, দিতে এসেছি। মাদ্রাসার উন্নয়নে আমার প্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র মাধ্যমে দেয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে মাঠ ভরাট সহ সকল উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
এসময় মাদ্রাসার সুপার মোঃ ফারুক হোসাইন খান, শিক্ষানুরাগী আবদুস ছোবহান মাষ্টার, মুক্তিযোদ্ধা আবিদ আলী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur