চাঁদপুর জেলায় গত ক’য়েক দিনের তাপদাহে নাকাল হয়ে পড়ছে জনজীবন। তীব্র গরমের কাছে হার মানতে হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বৈশাখের কয়েকদিন অতিবাহীত হলেও চাঁদপুরে দেখা মিলছে না বৃষ্টির।
ফলে ভ্যাপসা গরমের পাছে ফেলে এক ঠান্ডা-পরশ বৃষ্টির অপেক্ষায় পহর গুনছে এ জেলার মানুষ।
এদিকে প্রতিদিনই আকাশে মেঘাচ্ছন্ন থাকলেও চাঁদপুর তেমন কোন বৃষ্টির প্রভাব নেই। অন্যদিকে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা বেড়ে চলছে। কয়েক দিনের ভাপসা গরম আর প্রচন্ড তাপদাহে পানিবাহিত রোগ, নিওমোনিয়া, সর্দি-কাশিসহ নানাবিদ সমস্যাজনিত রোগীরা হাসপাতালে ভীড় জমাচ্ছে।
প্রচন্ড গরমের তামমাত্রা বাড়তে থাকায় জনজীবনে দেখা দিয়েছে অস্ব^স্তি। গরমে তীব্রতায় একটু স্বস্তীপেতে জেলার সিকি কোটি মানুষ বৃষ্টির পার্থনায় বসে রয়েছেন।
চাঁদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্যমতে আরো কয়েকদিন পূর্বেই বৃষ্টির দেখা পাবার কথা।
এদিকে গরমের তীব্রতায় সাধারণ খেটে খাওয়া মানুষজন স্বাভাবিক কাজকর্ম চরম ভাবে ব্যহত হচ্ছে। অন্য সাধারন মানুষ থেকে খেটে খাওয়া মানুষের বিড়ম্বনা সবচেয়ে বেশি।
প্রচন্ড গরমে শহরের রাস্তাঘাটে মানুষের চলাফেরা অনেকটাই কমে গেছে।
শরীফুল ইসলাম [/author]
: আপডেট ৯:০৭ পিএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur